নোটিশ বিস্তারিত
মহিলা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
22 October, 2024
মহিলা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
রাবেয়া খাতুন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদরাসায়
আগামী ১২ই অক্টোবর ২০২৪ইং থেকে ১১ই নভেম্বর ২০২৪ইং পর্যন্ত নিন্মোক্ত পদে শিক্ষিকা নিয়োগের আবেদন পত্র জমা নেওয়া হবে।
ক্র. |
পদের নাম |
বিভাগ |
পদ সংখ্যা |
অভিজ্ঞতা |
শিক্ষাগত যোগ্যতা |
০১ |
সহকারী শিক্ষিকা ( মহিলা হাফেজা) |
হিফজ |
৩জন |
পূর্বে শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন সুন্দর মশকে পারদর্শী। নূরানী ট্রেনিং প্রাপ্তরা অগ্রাধিকার পাবে। |
হিফজ/ দাওরাহ/ হুফফাজ ট্রেনিং/ আলিম/সমমান |
০২ |
হোস্টেল সুপার (মহিলা) |
মহিলা মাদরাসা |
১জন |
পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি অগ্রাধিকার পাবে |
আলিম/সমমান |
০৩ |
পরিচ্ছন্নতা কর্মী |
মহিলা মাদরাসা |
১জন |
|
JSC/JDC/সমমান |
আবেদনের নিয়মঃ সরাসরি অফিসে এসে অথবা Whats App (০১৮৮৬-১৬২৩৬৭) নাম্বারে তিলাওয়াতের রেকর্ড পাঠাবেন ও আবেদনপত্র জমা দিবেন।
- সংযুক্তি
- CV ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ।
- ২ কপি (পাসপোর্ট সাইজ) ছবি ।
- ১ কপি NID (ফটোকপি) ।
- ১ কপি চেয়ারম্যান সার্টিফিকেট ।
- মা-বাবার এন আই ডি কার্ডের ফটোকপি।
|