নোটিশ বিস্তারিত
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী
4 November, 2024
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী
- ফরম বিতরণ শুরু – ১লা নভেম্বর- ২০২৪ ফরম জমা দান শেষ – ২০শে নভেম্বর২০২৪
- ভর্তি পরিক্ষা – ০৫ই ডিসেম্বর২০২৪ ফলাফল প্রকাশ - ১৮ই ডিসেম্বর২০২৪
ভর্তি কার্যক্রম -২১শে থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি ফি(এক কালীন)- ১০,০০০/-(দশ হাজার টাকা মাত্র) মাসিক বেতন- ৬,০০০/- (ছয় হাজার টাকা মাত্র)
- ফরম জমা দেওয়ার সময় যা যা লাগবে
- ২কপি ছবি (পাসপোর্ট সাইজ)। জন্ম নিবন্ধন ১ কপি (ফটোকপি)।
- চেয়ারম্যান সার্টিফিকেট। মা-বাবার এন আই ডি কার্ডের ফটোকপি।
ভর্তি পরিক্ষার সিলেবাস
লিখিত পরিক্ষাঃ
বাংলা: স্বররর্ণ, ব্যাঞ্জনবর্ণ,বর্ণ দিয়ে শব্দ গঠন,শব্দ দিয়ে বাক্য গঠন,নিজের পরিচয় লিখা।
ইংরেজী: ইংরেজী Letter, Vowel-Consonant, Letterদিয়ে শব্দ গঠন, ইংরেজীতে নিজের ও বাবার নাম লিখা।
গনিত: ০১ থেকে ১০০পর্যন্ত সংখ্যা ও বানান লিখা, যোগ,বিয়োগ, গুনের নামতা (১০পর্যন্ত) লিখা।
মৌখিক পরিক্ষা
- দেখে দেখে নাজেরা পড়া। ১টি সূরা মুখস্থ বলা।
- ১টি কবিতা । ১টি ইসলামী সংগীত।
- সুন্দর করে নিজের নাম ঠিকানা বলা।